হিমাচলপ্রদেশে ভারী তুষারপাত, বন্ধ ৩ জাতীয় সড়ক সহ ২২৬ টি রাস্তা
নিজস্ব প্রতিনিধি, সিমলা - গত কয়েক দিন ধরে ভারী তুষারপাত হচ্ছে হিমাচলপ্রদেশে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে সেখানে। তুষারপাত ও বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হচ্ছে পর্যটকদের। গত ২ দিনে ভারী তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে ৩ জাতীয় সড়ক সহ ২২৬ টি রাস্তা।
সূত্রের খবর, ৩ টি জাতীয় সড়ক সহ ২২৬ টি রাস্তা বন্ধ হিমাচলপ্রদেশে। এর মধ্যে সিমলায় ১২৩ টি, লাহুল ও স্পিতিতে ৩৬ টি, কুলুতে ২৫ টি রাস্তা বন্ধ। আবহাওয়া দফতর সূত্রে খবর, ভুন্তরে তুষারপাত হয়েছে ৯.৭ মিলিমিটার। রামপুরে ৯.৪ মিলিমিটার, সিমলায় ৮.৪ মিলিমিটার, বজৌরায় ৮ মিলিমিটার, সিয়োবাগে ৭.২ মিলিমিটার, মানালিতে ৭ মিলিমিটার, মন্ডীতে ৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শৈত্যপ্রবাহ চলবে মন্জী, মানালি, উনা, হামিরপুর, সুরেন্দ্রনগরে। গত ২৪ ঘণ্টায় কোকসারে ৫.৬ সেন্টিমিটার, খাদরালা এবং সিলারুতে ৫ সেন্টিমিটার, পুতে ২ সেন্টিমিটার, সাংলায় ১.২ সেন্টিমিটার, কেলং, গন্ডলা এবং জটে ১ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। ঠান্ডার জেরে ১৭৩ টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ পরিষেবা।