image

রাজ্য / 15 July, 2025

টানা বৃষ্টিতে রাজস্থানে বন্যা পরিস্থিতি, মৃত ১২

নিজস্ব প্রতিনিধি , জয়পুর  - টানা কয়েক দিনের অঝোর বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলা জলের তলায়। কোটা, পালী, জালোর ও ধোলপুর জেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। 

সূত্রের খবর, রাজস্থানের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাংশে গত কয়েকদিন ধরে চলছে টানা বর্ষণ। এর জেরে পালী ও জালোর জেলায় নদীগুলিতে জলস্তর বিপদসীমার উপরে উঠে গেছে। পালীতে বহু এলাকা জলমগ্ন, বন্ধ রাখা হয়েছে স্কুল। জেলাশাসক ও পুলিশ সুপার ট্রাক্টরে চেপে পরিস্থিতি পরিদর্শন করেন। জোধপুরে খেতে কাজ করার সময় এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই জেলায় মারা গেছেন এক বিদ্যুৎকর্মীও।

জালোর ও জোধপুরে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। মারওয়াড় জংশন-লুনি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। অন্যদিকে, সবরমতী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন চালানো হচ্ছে বিকল্প রুটে, যেমন সমদড়ী-ভীলডি পথ দিয়ে। 

পালী শহর সহ আশেপাশের বহু এলাকায় জল জমে রয়েছে। রাস্তা ও গলিতে হাঁটু জল। প্রশাসন উদ্ধার কাজে নামিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই ১০ হাজার মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। এদিকে, নদীতে মাছ ধরতে গিয়ে ৭ জন ভেসে যান, উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র একজনকে। বাকি ছ’জন এখনও নিখোঁজ।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.