হড়পা বান - ধসে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ৭২
নিজস্ব প্রতিনিধি, সিমলা - গত ২০ জুন থেকে হিমাচল প্রদেশে লাগাতার মেঘভাঙা বৃষ্টি, ধস ও হড়পা বান ভয়াবহ রূপ নিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭২ জনের, নিখোঁজ ৪০ জন। আহত হয়েছেন শতাধিক।
সূত্রের খবর, গত কয়েক দিনের দুর্যোগে হিমাচল কার্যত বিপর্যস্ত। এখনও পর্যন্ত ১৪ বার মেঘভাঙ্গা বৃষ্টি হয়ে গেছে। এর জেরে বহু এলাকায় হড়পা বান এবং ধস নেমেছে। বাড়ি ভেঙেছে, ইমারত ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। ধস ও বানের জেরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জন, নিখোঁজ অন্তত ৪০ এবং আহতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে।
ধসে বা হড়পা বানে বহু রাস্তা ভেঙে পড়েছে কিংবা প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ধসে প্রায় ২৬০ টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কাংড়া, সিরমৌর, মন্ডী জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে এবং ১১ জুলাই পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির খোলা হয়েছে।