image

জেলা / 02 August, 2025

পরকীয়ার প্রতিবাদ করায় খুন, এলোপাথাড়ি হাঁসুয়ার আঘাত মেয়ের শশুরকে

নিজস্ব প্রতিনিধি , মালদহ - পরকীয়ার প্রতিবাদ করায় খুন হতে হল শশুরকে। পরকীয়ার জেরে বছর খানেক আগে বিবাহ বিচ্ছেদ হয় দুজনের। এর বদলা নিতেই মেয়ের শশুরকে এলোপাথাড়ি আঘাত করে খুন করে মেয়ের বাবা।

সূত্রের খবর , শুক্রবার রাতে হারুগ্রাম বারোবিঘা এলাকায় জামাই ও তার বাবাকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের চেষ্টা করে মেয়ের বাবা। এই ঘটনায় তাজমুল শেখের মৃত্যু হয়েছে ও তার ছেলে ফায়িম শেখ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতের পরিবার অভিযুক্ত মেয়ের বাবা রাসিউল শেখ ও তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে।

২ বছর আগে ফাতেমার সঙ্গে বিয়ে হয় হারুগ্রামের বাসিন্দা ফাইম শেখের। বছর খানেক আগে পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে ফাতেমা। বিবাহ বিচ্ছেদের সময় ১ লক্ষ টাকা দেওয়াও হয় ফাতিমাকে। গতকাল জমিতে চাষ করতে যাওয়ার সময় ফাতিমার বাবা রাশিউল শেখ তাদের ওপর আক্রমণ করে। ২ জনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাজমুল শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

ঘটনা প্রসঙ্গে মৃতের স্ত্রী বলেন,  "বিচ্ছেদের ৬ মাস পরেও আমার ছেলেকে রাস্তায় মেরেছে ওরা। এরপর ১ লক্ষ টাকা দেওয়া হয়েছে তারপরেও ওরা বারবার আমার ছেলেকে ও আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করছে।"

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.