নজরে নির্বাচন! কেন্দ্রীয় নের্তৃত্বকে নিয়ে কৃষ্ণনগর নয়া দলীয় কার্যালয়ের ভিত পুজো সুকান্তর
নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিজেপির নদীয়া জেলার সাংগঠনিক দলকে চাঙ্গা করতে মরিয়া নেতৃত্বগণ। সেই প্রস্তুতিতেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নদীয়া জেলার নেতৃত্ব। সেই লক্ষ্যেই আজ নদীয়া জেলার বিজেপি ভবনের সূচনা করা হচ্ছে।
সূত্রের খবর, রথ যাত্রার এই বিশেষ দিনেই কৃষ্ণনগর জাতীয় সড়কের ধারে নতুন একটি বিজেপি ভবনের ভিত্তিপ্রস্তর করা হচ্ছে। ভবনটি ভবিষ্যতের দলীয় পরিকল্পনা, কর্মশালা ও সাংগঠনিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিণত হবে বলে আশা করছেন নদীয়া জেলা নেতৃত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গত বিধানসভা নির্বাচনে নদীয়া জেলার ১৭ টি বিধানসভার মধ্যে ৮ টিতে জয়ী হয়েছে তৃণমূল বাকি ৯ টিতে জয়ী হয়েছে বিজেপি। ২০২১ এর বিধানসভার নির্বাচনের পর থেকে দলবদলের জেরে কার্যত নাজেহাল বিজেপি নেতৃত্ব। এই অবস্থায় সংগঠনকে আরোও চাঙ্গা করে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।
নদীয়া জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, "এই জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়েই তারা আগামী বিধানসভা ভোট জেতার ভিত্তিপ্রস্তর স্থাপন করলো। এর মধ্য দিয়ে কর্মীদের উচ্ছ্বাস ও স্থানীয় মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য।"
বিজেপির আরেক কর্মী রজত শাস্ত্রী বলেন, " বৈদিক শাস্ত্র অনুসরণ করে ও তন্ত্রঞ্জ হোম করে এই পুজো করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য রথের এই বিশেষ দিনটিকে তারা বেছে নিয়েছেন। আগামী নির্বাচনে সনাতন হিন্দুরাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আনবেন বলে জানিয়েছেন তিনি।"