"স্বচালিত মোডে গাড়ি চালাবেন না", শোরুম খুলতেই টেসলাকে কটাক্ষ নেটিজেনদের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - টেসলাপ্রেমী মানুষদের উদ্দেশ্যে সুখবর। অবশেষ ভারতে উদ্বোধন হল ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। গত ১৫ই জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে এই শোরুমটি উদ্বোধন হয়েছে। শোরুম উদ্বোধনের পরেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় টেসলা সংস্থাকে। ভারতের রাস্তায় টেসলার মত এই শৌখিন গাড়ি উপযুক্ত কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
নয়া শোরুমটি ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী। কালো রঙে খোদাই করা ছিল ব্র্যান্ডের নাম। একটি কমপ্লেক্সের কাঁচের মধ্যে ধূসর রঙের কভার দিয়ে মোড়ানো ছিল গাড়ির মডেলটি।
সূত্রের খবর, আগামী আগষ্ট মাস থেকেই শুরু হবে গাড়ি বিক্রি। আপাতত টেসলা মডেল ওয়াই পাওয়া যাবে ভারতে। আকাশছোঁয়া গাড়ির দামে আঁতকে উঠেছেন ভারতীয়রা। সবথেকে কম গাড়ির দামও প্রায় ৬০.১ লক্ষ টাকা। রিয়ার হুইল ড্রাইভ মডেল মিলবে এই পরিমাণ অর্থে। পাশাপাশি থাকছে মডেল ওয়াইয়ের লং-রেঞ্জ সংস্করণ। এই গাড়ির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭.৮ লক্ষ টাকা।
আন্তর্জাতিক বাজারের তুলনায় ভারতে এই অত্যাধুনিক গাড়ির দাম যথেষ্ট বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে এই একই মডেলের গাড়ির দাম ৪৪,৯৯০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩৮.৬ লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারের তুলনায় এদেশে এই দামের তফাতের প্রধান কারণ ভারতের উচ্চ আমদানি শুল্ক। ভারতে আমদানিকৃত গাড়িতে ৭০-১০০ শতাংশ অবধি শুল্কের কারণেই অনেক বেশি দাম গুনতে হবে ক্রেতাদের।
নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছে টেসলা সংস্থা। একজন লিখেছেন, "৬০ লক্ষের বদলে ৫০০ কিমি রেঞ্জ। আমাদের জন্য মাহিন্দ্রা, টাটা, হিউন্ডাই যথেষ্ট। দয়া করে স্বচালিত গাড়ির কথা বলবেন না। এখানে নিজেরা গাড়ি চালিয়েও কেউ সুরক্ষিত নয়।"
আরও এক নেটিজেন বলেছেন, "যদি আপনি ভারতে একটি টেসলা মডেল ওয়াই কেনেন, তাহলে আপনাকে কোম্পানিকে প্রায় ৩৩ লক্ষ টাকা এবং সরকারকে ২৮ লক্ষ কর দিতে হবে । এটি যদি কর আদায় না হয়, তাহলে আমি জানি না এটি কি।"