প্রসূতিকে ভুল ইনজেকশন চিকিৎসকের , অসুস্থ ১০
নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - মাস ছয়েক আগেই বিষাক্ত জাল স্যালাইন দেওয়ার ফলে মৃত্যু হয়েছিল ৩ জন প্রসূতির। তবে জাল স্যালাইনের পরে এবার বিতর্কে ভুল ইনজেকশন। বালুরঘাট হাসপাতালে ইজেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পরে একাধিক প্রসূতি। ঘটনার খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়ায়।
সূত্রের খবর, শুক্রবার বালুরঘাট মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের প্রসূতি বিভাগে ইনজেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পরে ৮ থেকে ১০ জন প্রসূতি। অভিযোগ, ইনজেকশন দেওয়ার পরেই তাদের শরীরে কাঁপুনি, শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির উপসর্গ দেখা যায়। ঘটনার খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে ছুটে আসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ দাস। উপস্থিত হন হাসপাতাল সুপার সহ বালুরঘাট থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী।
হাসপাতালের তরফে তড়িঘড়ি দুজন প্রসূতিকে স্থানান্তর করা হয়েছে। দুজন প্রসূতিকে গুরুতর অবস্থায় সিসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি প্রসূতির শারীরিক অবস্থার ওপর নজর রাখছে চিকিৎসকরা। পাশাপাশি স্বাস্থ্য দফতরের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে এক অসুস্থ মহিলার স্বামীর দাবি, "অভিযোগ করার পর ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। ডাক্তারের গাফিলতিতেই এই অবস্থা হয়। শুক্রবার রাত থেকেই অসুস্থ হয়ে পরে সবাই।"
প্রসঙ্গত, মাস ছয়েক আগেও জাল স্যালাইনের ফলে অসুস্থ হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছিলো ৩ জন প্রসূতি। বাংলাদেশ থেকে জাল ওষুধের আমদানির অভিযোগ পর্যন্ত উঠেছিল। এ রাজ্যের অনেক ওষুধকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারের তরফ থেকে। জাল স্যালাইনের পর এবার বিতর্কে ভুল ইনজেকশন।