লখনউয়ে ধোনি-পন্থ মহারণ, দেখে নিন সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, লখনউ – সোমবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে মাত্র ১ টিতে জয় পেয়েছে সিএসকে। টানা ৫ ম্যাচে হেরেছে তাঁরা। পয়েন্ট তালিকায় লাস্ট বয় চেন্নাই। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে ৪ ম্যাচে জয়ের হাসি হেসেছে লখনউ।
চোটের জন্য লখনউ শিবির থেকে ছিটকে গিয়েছেন বাঁ হাতি পেসার মহসিন। তাঁর পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে। চোট রয়েছে আবেশ খান এবং পেসার মায়াঙ্ক যাদবের। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। স্লগ ওভারে দুর্দান্ত বোলিং করেছে লখনউ। তবে অধিনায়ক পন্থের পারফরম্যান্সের একেবারে হতশ্রী। অবশ্য পজিটিভ দিক নিকোলাস পুরানের ধারাবাহিক পারফরম্যান্স। প্রথম কয়েক ম্যাচে হতাশ করলেও এখন ছন্দে ফিরেছেন এইডেন মার্কব়্যাম।
চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ফের চেন্নাই সুপার কিংসের দায়িত্ব দেওয়া হয়েছে মহেন্দ্র সিং ধোনির কাঁধে। ওপেনিংয়ে ঝড় তুলছেন রাচিন রবীন্দ্র। রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বেঁধেছেন রবিচন্দ্রন অশ্বিন। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি। যখনই মাঠে নামছেন তখনই যেন বাইশ গজে সাইক্লোন হচ্ছে। লখনউয়ের মাথাব্যথার কারণ হতে পারে চেন্নাইয়ের স্পিন ত্রয়ী অশ্বিন-জাডেজা-নুর। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ –
এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, আবেশ খান, রাজবর্ধন হাঙ্গারকেকর, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ