কসবা কান্ডে তৎপর দিল্লি, কলকাতায় এল বিজেপির ফ্যাক্ট চেকিং দল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কসবা আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার তথ্য অনুসন্ধানে নামলো বিজেপি। দলীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে চার সদস্যের গঠিত প্রতিনিধি দল সোমবার কলকাতায় এসে পৌঁছায়। প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে বলেও জানা যায়।
সূত্রের খবর, কসবা ল কলেজের ঘটনায় এবার তৎপর হলো দিল্লি। সোমবার বেলা ১২ টা নাগাদ কলকাতায় পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। প্রথমে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিল্পব কুমার দেব। পরে আসেন দলের অন্যান্য সদস্যরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি ও সাংসদ মনন কুমার মিশ্র। রাজ্য বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যান। এরপর তাদের একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যায়।
মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা ইতিমধ্যেই তার অফিসে মেল করেছে কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এছাড়াও, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল কসবায় ঘটনাস্থল পরিষদর্শনে যাবে। সেখানে গিয়ে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে জেপি নাড্ডার কাছে। যাতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সরাসরি রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা এবং ঘটনার প্রকৃত বিবরণ জানতে পারে।
বিমানবন্দর থেকে বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে বলেন, " সিপির কাছ থেকে সময় চাওয়া হয়েছে এখনও কিছু জানায়নি, ল কলেজে যাওয়ার জন্য অনুমতিও পাওয়া যায়নি এখনও। মুখ্যমন্ত্রী পাহেলগাঁওয়ে লোক পাঠাতে পারে কিন্তু বিজেপির কোন প্রতিনিধি দল আসলে তাদের কোনো সহায়তা করা হবে না। অগণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন সরকার চলছে।"
তিনি আরও বলেন, " মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা। কিন্তু তারপরও তার রাজ্যে মহিলাদের ধর্ষণ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আর তারপর তাদের মন্ত্রীদের বক্তব্য যে ধরনের। বাংলায় মহিলারা সুরক্ষিত নয়।"