'শুভেন্দু তারকাটা পাগল' আক্রমণ দেবাংশু ভট্টাচার্যের
নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - উত্তর প্রদেশ, গুজরাত, ওড়িশা ও সম্প্রতি ছত্তিশগড় প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলা বলার অপরাধে বিজেপি সরকার তাদের জেলে ঢোকানো এমনকি দেশের বাইরে বাংলাদেশে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এমন অভিযোগ নেহাত কম নয়। এরই প্রতিবাদে এদিন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও আই টি উইং যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রতিবাদ মিছিল সংঘটিত করেন।
প্রতিবাদ মঞ্চ থেকে এদিন তৃণমূলের যুব নেতা বলেন, "শুভেন্দু একটি তারকাটা পাগল ও বিজেপিতে যাওয়ার পরে বিজেপির অবস্থা সবচেয়ে খারাপ হয়েছে।"
বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "বাংলা ভাষা শুনলে যাদের ভয় হয়, বাঙালি দেখলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তারা পশ্চিমবঙ্গে ভোটে জিতবে? বিজেপি বাঙালি শত্রু। নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরের মত বাঙালি ছিল বলেই আজ মোদি ভারত শাসন করতে পারছে।"
বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিজেপির দলীয় কোন্দল সামনে এসেছে। এর পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূল যুব নেতা বলেন, "বিজেপি যদি ভোটে যেতেও তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? শুভেন্দু সুকান্ত দিলীপ লকেট এদের মধ্যে ঝামেলা লেগে যাবে। ২০০ পারের গল্প শুনিয়েছিল আগেরবার। কাজের কাজ কিচ্ছু হয়নি। ছাব্বিশে নির্বাচনে বাঙালী তাদের সম্মান বজায় রাখার জন্য মমতা ব্যানার্জিকেই ভোট দেবেন।"
বিজেপির হিন্দুত্ববাদী দল ও মুসলিম বিরোধী এই অভিযোগ আগেও বহুবার এসেছে। এ প্রসঙ্গে এ দিন তিনি বলেন, "বিজেপি সরকার ক্ষমতায় আসলে রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দেবে। দাঙ্গায় অমিত শাহের ছেলের গায় কোন আঁচ লাগেনা কিন্তু সাধারণ পরিবারের ছেলে মেয়েরাই দাঙ্গায় মরে।"
তিনি আরো বলেন, "বাংলা থেকে বিজেপির এতগুলো বিধায়ক এতগুলো সাংসদ কেন্দ্রে গিয়ে কি করেছে? কেন্দ্রের বাঙালি মন্ত্রী বাংলার জন্য কি করেছে? মোদির বুলেট ট্রেনে তৈরি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিল তখন একের পর এক লোকাল ট্রেন রাজ্যকে উপহার দিয়েছিল। ২৬ শের নির্বাচনে তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই জয়যুক্ত করবে।"