"ওবিসি সংক্রান্ত মামলায় আদালতের রায় চূড়ান্ত": স্পষ্ট নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - হাইকোর্টে ওবিসি সংক্রান্ত মামলায় একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এল। বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট ভাষায় জানান, রাজ্য সরকার যেন হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। কলেজে ভর্তি ও নিয়োগ সবক্ষেত্রেই আদালতের নির্দেশ মানা আবশ্যক।
সূত্রের খবর, ওবিসি সংক্রান্ত মামলার সূচনা হয় কলেজে ভর্তি সংক্রান্ত একটি অভিযোগ থেকে। অভিযোগ ছিল, আদালতের নির্দেশ না মেনে কলেজে ভর্তির পোর্টালে ওবিসি-এ ও ওবিসি-বি ভাগ করে আলাদা তালিকা দেওয়া হয়েছে। হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ভর্তির পোর্টালে এমন শ্রেণিবিন্যাস থাকা চলবে না। আদালত রাজ্য সরকারকে আগামী ৪ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেইদিনই হবে মামলার পরবর্তী শুনানি।
সরকার পক্ষ থেকে আদালতে জানানো হয়, যখন তারা প্রথমে কলেজে ভর্তির পোর্টাল চালু করে, তখন তারা হাইকোর্টের নির্দেশ হাতে পায়নি। কিন্তু নির্দেশ পাওয়ার পর পোর্টালে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে।
আর এই প্রেক্ষিতে বিচারপতি রাজশেখর মান্থা স্পষ্ট জানান, রাজ্যের এমন পদক্ষেপ ইতিবাচক হলেও আদালতের নির্দেশ মেনে ভবিষ্যতে যেন সমস্ত পদক্ষেপ নেওয়া হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হাইকোর্ট আশা করে, নিয়োগ বা ভর্তি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তেই ২০২৪ সালের ১৭ জুনের আদেশ মেনে চলবে রাজ্য।
আদালত আরও জানায়, ২০১০ সালের আগে পর্যন্ত যে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল, শুধু তাদের বিবেচনা করেই ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। যেহেতু বর্তমানে সরকার ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণিবিন্যাসের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না, তাই যাঁরা কেবল ওবিসি তালিকাভুক্ত, তাঁরাও আবেদন করতে পারবেন।