image

বিদেশ / 08 July, 2025

ইরানে চিনা অস্ত্র সরবরাহ শুরু, HQ - 9 আকাশ প্রতিরক্ষা পৌঁছালো তেহরানে

নিজস্ব প্রতিনিধি , ইরান - মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সম্ভাবনা। ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আবহে ইরানে অস্ত্র সরবরাহ শুরু করলো চিন। HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল চিন। ইতিমধ্যেই এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা পৌঁছে গিয়েছে তেহরানে।

 

সূত্রের খবর, HQ-9 হল চিনের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত আমেরিকার Patriot ও রাশিয়ার S-300-এর বিকল্প। এই অস্ত্রের বিশেষত্ব হলো এতে রয়েছে AESA রাডার প্রযুক্তি। যা লক্ষ্য শনাক্তকরণে অত্যন্ত উন্নত। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে প্রায় ১৪ গুণ বেশি গতিতে ছুটে যেতে সক্ষম। এই HQ-9 এর উন্নত সংস্করণ HQ-9P বা HQ-9BIE ইতিমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীকেও সরবরাহ করেছে চিন। 

 

ইরান - ইসরায়েল সংঘর্ষে ইরানের বহু অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। আর ইজরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিকে সামনে রেখে ইরান এসময় তার প্রতিরক্ষা পরিকাঠামো শক্তিশালী করতে তৎপর। বেজিং ও তেহরানের মধ্যে তেল বিনিময় ভিত্তিক অস্ত্র চুক্তির সম্ভাবনা রয়েছে। 

 

ইরানের রপ্তানি হওয়া প্রায় ৯০% অপরিশোধিত তেল এবং কনডেনসেট চিনে যায় আর এই তেলের বিনিময়ে HQ-9 পাঠানোর বিষয়টি দুই দেশের মধ্যে স্থির হয়েছে। ইরান ইতিপূর্বে চিন থেকে LY-80/LY-80E আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছিল। HQ-9 সেই তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং উন্নততর।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.