রাতদখলের আগে নির্যাতিতার বাড়িতে সিবিআই, ক্ষোভপ্রকাশ নির্যাতিতার পরিবারের
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা। আর এবার সিবিআই আধিকারিকরা সরাসরি পৌঁছলেন নির্যাতিতার বাড়িতে। কিন্তু সিবিআইয়ের কথায় সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। বরং তদন্তের নিরপেক্ষতা নিয়েই উঠল বড় প্রশ্ন।
সূত্রের খবর, আর. জি. কর ঘটনার প্রায় ১১ মাস সম্পন্ন। আর এই ন্যক্কারজনক ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকেই গ্রেফতার করা হয়েছে। যদিও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তুষ্টি ছিল। তাদের বক্তব্য, এই ঘটনায় সিবিআই সঠিক তদন্ত করছে না। আর এই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিবিআই আধিকারিক সীমা পাহুজার নেতৃত্বে তিন সদস্যের দল নির্যাতিতার বাড়িতে পৌঁছান। প্রায় দুই ঘণ্টা ধরে তারা অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেন।
পরিবারের অভিযোগ, সিবিআই বারবার এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় রায় একজনই দোষী এটাই বোঝানোর চেষ্টা করছিলেন। যদিও তাঁরা শুরু থেকেই দাবি করে আসছেন যে ঘটনার সময় হাসপাতালে একাধিক চিকিৎসক ও স্টাফ উপস্থিত ছিলেন, এবং তাঁদের ভূমিকা নিয়েও তদন্ত হওয়া উচিত।
নির্যাতিতার মা বিস্ফোরক অভিযোগ করেন যে, ময়নাতদন্তের রিপোর্টে যে সময়ে মৃত্যুর কথা বলা হয়েছে, সেই সময় হাসপাতালে কে কে ছিলেন, সেই তথ্য স্পষ্টভাবে নেই। তিনি আরও অভিযোগ করেন, সিবিআই আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে তা মূলত কলকাতা পুলিশের আগের তদন্তের অনুলিপি। এতে নতুন কিছু নেই, তদন্তে স্বচ্ছতা অনুপস্থিত বলেই দাবি তাঁদের।