বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা, বিহারে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু
নিজস্ব প্রতিনিধি , পাটনা - সম্মুখ সমরে বিহারের বিধানসভা ভোট। আর তারই আগে একগুচ্ছ জনমুখী প্রকল্প ঘোষণা নীতিশ কুমারের। এবার রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার ঘোষণা করেন, " আমরা শুরু থেকেই সুলভ মূল্যে বিদ্যুৎ পরিষেবা দিয়ে আসছি। এখন সিদ্ধান্ত নিয়েছি, ১ অগস্ট থেকে প্রত্যেকে প্রতি মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন।" তিনি আরও জানান, জুলাই মাসের বিদ্যুৎ বিলে যদি কারও খরচ ১২৫ ইউনিট বা তার কম হয়, তাহলেও কোনও টাকা দিতে হবে না। আর এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ৬৭ লক্ষ পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে। পাশপাশি, নীতীশ সরকারের জনপ্রিয়তাও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নীতীশ কুমার জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে বিহারে আরও সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। তিনি বলেন, "কোনো গরিব পরিবার যদি সৌর প্যানেল বসাতে চায়, সরকার তার সম্পূর্ণ খরচ বহন করবে ‘কুটির জ্যোতি যোজনা’ প্রকল্পের অধীনে।" এই প্রকল্পের পাশাপাশি, সম্প্রতি নীতিশ কুমার বিধবা বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তির মাসিক পেনশনও বাড়িয়েছেন।
আগে যেখানে তারা মাসে ৪০০ পেতেন। এখন তা বাড়িয়ে ₹১১০০ করা হয়েছে। জুলাই মাস থেকেই এই নতুন ভাতা দেওয়া শুরু হয়েছে। একইসঙ্গে, সরকারি চাকরিতে ৩৫% আসন মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
নীতীশ কুমারের এই ঘন ঘন জনমুখী ঘোষণা রাজ্যের সাধারণ ভোটারদের কাছে আকর্ষণ তৈরি করছে। বিশেষ করে বিদ্যুৎ, পেনশন ও নারী-সংরক্ষণের মতো ইস্যুতে তাঁর পদক্ষেপ সমাজের নিচুতলার মানুষের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে।