"বাংলার উন্নয়ন ভারতের বিকাশের জন্য জরুরি"আলিপুরদুয়ার সভা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার -অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ১০ বছর পর আলিপুরদুয়ারে সভা প্রধানমন্ত্রীর। সভা থেকে দুই জেলার জন্য ১০১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আজ তিনি সভা করেন আলিপুরদুয়ারে। সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে প্রধানমন্ত্রী দুই জেলার প্রায় ১০১৭ কোটি প্রকল্পের উদ্বোধন করেন। সভা থেকে মোদি জানান, "প্রায় ১.৫ লক্ষ বাড়িতে এই গ্যাসের পাইপলাইন সংযোগ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আলিপুরদুয়ার ও পার্শ্ববর্তী জেলায় ১৯টি নতুন সিএনজি স্টেশন তৈরি হবে।"
এছাড়াও, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলার সংস্কৃতি ও বিকাশের কথা। তিনি বলেন, " আলিপুরদুয়ার শুধু একটি জেলা নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত। বাংলার উন্নয়ন হলে গোটা ভারতের ভবিষ্যৎ মজবুত হবে। ভারতের বিকাশের জন্য বাংলার উন্নয়ন খুবই জরুরি ও আবশ্যক।"
তিনি আরও জানান, "এই প্রকল্প শুধুই একটি পাইপলাইন প্রকল্প নয়, এটি মানুষের ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার একটি মাধ্যম।" এই গ্যাস সংযোগ শুধু রান্নার সুবিধা নয়, বরং সুরক্ষিত জীবনযাত্রারও প্রতীক বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, "বিকশিত ভারতের জন্য রাজ্যে কেন্দ্রীয় সরকার একের পর নির্মাণ ও নিয়োগ প্রক্রিয়ায় জোর দিচ্ছে। গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। অবকাঠামো উন্নয়ন এবং নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্র সক্রিয়ভাবে কাজ করছে।"