ফের ছাঁটাই বাবর রিজওয়ান, বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণা পাকিস্তানের
নিজস্ব প্রতিনিধি, লাহোর - জুলাই মাসে বাংলাদেশ সফরে যাবে পাকিস্তান। সেখানে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে সলমন আলী আগাদের। এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের উদ্দেশ্যে ১৫ জনের দল ঘোষণা করে ফেলল পাকিস্তান। দলে নেই বহু তারকা ক্রিকেটার। এমনকি বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
আগামী ১৬ই জুলাই বাংলাদেশ যাবে সালমান আলী আগার দল। শের এ বাংলা স্টেডিয়ামেই হবে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচ ২০শে জুলাই। এর ঠিক দুদিন পরেই দ্বিতীয় ম্যাচ। ২৪শে জুলাই হবে অন্তিম ম্যাচ। বাবর রিজওয়ান ছাড়াও দলে নেই হ্যারিস রউফ ও শাদাব খান। আমেরিকার মেজর লিগে খেলতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। শাদাব এখনও কাঁধের অস্ত্রপ্রচারের পর ফিরতে পারেননি মাঠে। এমনকি দলে নেই পেসার শাহীন আফ্রিদি। তাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই নামতে চলেছে পাকিস্তান।
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান দল :
সলমন আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস, মহম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সলমন মির্জা।