বাঙালি হলেই গ্রেফতার, তোপ মহুয়া মৈত্রের। পাল্টা জবাব অসমের মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তর প্রদেশ, গুজরাত, দিল্লী, ওড়িশার পর এবার বাঙালি পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করার অভিযোগ উঠলো ছত্তিসগড়ের কোন্ডাগাঁও জেলাতে। এ নিয়ে আগামী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিলের আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
সূত্রের খবর, রবিবার নদিয়ার থানাপাড়া এলাকার ৯ জন শ্রমিক ছত্তিশগড়ে কাজ করতেন। কোন্ডাগাঁও জেলাতে একটি বেসরকারি স্কুলে প্লাস্টারের কাজ করতে গেছিলেন ওই দুই কর্মী। সেখানে সেই ৯ জন শ্রমিককে রাতের বেলায় আটক করে পুলিশ। ঘটনায় তৃণমূল সংসদ মহুয়া মৈত্র বলেন, "১২৮ বিএনএসেস ধারাতে গ্রেফতার করা হয়। কিন্তু আটকের অনুমতির কোনো কাগজ নেই। রাজ্য কতৃক অপহরণ করেছে এরা। তারপর থেকে ওই শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি। "
তিনি আরও বলেন, "১২৮ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে কিন্তু এদের মধ্যে কেউ নিজেদের পরিচয় লুকিয়ে কিছু করেনি। এদের কারোর বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের অভিযোগ নেই। বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না। বাংলার পুলিশের সঙ্গেও কোনো কথা বলেনি। গ্রেফতারের কোনো কপি নেই। এই শ্রমিকদের কোনো উকিল দেওয়া হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করছি তাদের আমরা নিজেদের পরিবারের কাছে ফিরিয়ে আনবই।"
ঘটনা প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী টুইট করে জানান, "অসম বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে বহু দশক ধরে লড়াই করছে। কিছু রাজনৈতিক নেতা এমন টা বলার চেষ্টা করছে যে অসম পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। কিন্তু অসম শুধুমাত্র বাংলাদেশি সেসব মুসলিমদের বিরুদ্ধে যারা বেআইনি ভাবে এদেশে ঢুকছে। প্রত্যেক বাঙালি সহ প্রত্যেক ভারতীয় নাগরিক অসম সরকারের পুরো সহযোগিতা পেয়ে থাকে।"
আবার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্সহান্ডেলে পোস্ট করেন, "অসমের মুখ্যমন্ত্রী ভয়হীনভাবে বেআইনি বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে লড়ছে। এই লড়াইয়ে তার পশে সবার থাকা উচিত। যাতে আমাদের রাষ্ট্রের ভৌগোলিক চিত্র বজায় থাকে। শুধু মাত্র মমতা ব্যানার্জী তাদের নিজের ছত্রছায়ায় দেখে কারণ তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করবে বলে।"