দেখা করলেন না অমিত শাহ , ক্ষোভে প্রকাশ্যে আত্মহত্যার হুমকি অভয়ার মা-বাবার
নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আর .জি. কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের খুনের ঘটনার এক বছর পেরোতে গেলেও এখনও বিচার অধরা। সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ তুলে, এবার দিল্লিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আশায় ঘুরছেন নির্যাতিতার বাবা-মা। আজ বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি।
সূত্রের খবর, ৯ আগস্ট ঘটে যাওয়া আর জি কর কাণ্ড নিয়ে আজও দোষীদের উপযুক্ত বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। সিবিআই তদন্তের ওপরও আস্থা হারিয়েছে অভয়ার বাবা- মা। আর সেই অভিযোগ প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজ অভয়ার বাবা-মা, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান। বুধবার অভয়ার পরিবার দিল্লির বিজেপি পার্টি অফিসে পৌঁছান। অভয়ার পরিবার সূত্রে জানা যায়, রাজ্য বিজেপির এক নেতা তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
কিন্তু দিল্লিতে গিয়ে নিরাশ হতে হল অভয়ার বাবা - মাকে। বিজেপি পার্টি অফিসের সামনে গিয়েও দেখা মিলল না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর সেখানেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অভয়ার মা। নির্যাতিতার বাবা বলেন, 'আমরা চেয়েছিলাম বিষয়টা যেন সিবিআই পর্যন্ত পৌঁছায়। তাই দিল্লি এসেছি। কিন্তু বিজেপির পার্টি অফিসেও কেউ নেই। সবাই শুধু আশ্বাস দেয়, কেউ কিছু করে না।'
নির্যাতিতার মা বলেন, 'এক বছর হয়ে গেল। আমার মেয়ের ধর্ষণ-খুনের বিচার নেই। সবাই শুধু রাজনীতি করল, আমরা কিছুই পেলাম না। কোনও সুরাহা না হলে সবার সামনে মরেই যাব।' আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাদের সুপ্রিম কোর্টের আইনজীবী করুন নন্দী ও সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।