বাংলাদেশ পরিস্থিতি ও মুর্শিদাবাদ হিংসা নিয়ে রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ অধীরের
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একদিকে কেন্দ্রীয় সরকারের কার্যকারিতা অপরদিকে রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে কড়া ভাষায় বিঁধলেন অধীর।
সূত্রের খবর, মুর্শিদাবাদ ঘটনা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি। তখন সেই ঘটনার প্রসঙ্গ তুলে কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, " প্রথম থেকে চেয়েছিলাম মুখ্যমন্ত্রী আসুক, কিন্তু তিনি আসেননি। ওনার আগে এসে এখানের মানুষদের পাশে দাঁড়ানো উচিত ছিল, তা তিনি করেননি। বরং উল্টে যে পুলিশ অফিসারদের নেতৃত্বে মুর্শিদাবাদে এরম ঘটনা ঘটলো তাদের কোনোরকম বরখাস্ত করলো না। এই হামলা কেন হলো তা খুঁজে বের করতে হবে। ওনার এখনও সময় হয়নি, ভোট আসলে ওনার সময় হবে।"
একইসঙ্গে কেন্দ্র সরকারকে নিশানা করে তিনি বলেন, " কেন্দ্রীয় সংস্থা মানে তো কেন্দ্রের সংস্থা। নিজেদের সংস্থার উপর তারা নিজেরাই যদি ভরসা না থাকে তাহলে সাধারণ মানুষ কি করে ভরসা রাখবে। আমরা চাই প্রকৃত দোষীদের শাস্তি হোক। অপরাধীদের কোন ধর্ম,জাত বা বর্ণ হয় না। সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক। যাতে ভবিষ্যতে এরম ধর্মের নামে কোনো হিংসা বা দাঙ্গা না হয়।"
পাশাপশি বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কংগ্রেস নেতা বলেন, "বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে ভোট হোক, অশান্তি থামুক। মোদী - ইউনুস বৈঠক হচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। বাংলাদেশের রোজগারের বেশিরভাগ উৎস আমদানি রপ্তানির মাধ্যমে হয়। সমস্ত কিছুর জন্য দায়ী ইউনুস। হাসিনাকে স্বৈরাচারী বলে তাড়িয়ে নিজে গণতন্ত্র বিরোধী হয়ে যাচ্ছে। চীনের দালালী করছে ইউনুস। চীন চাইছে বাংলাদেশকে ঘাঁটি করে ভারতকে দুর্বল করতে।"