প্রযোজককে অপহরণ করে আর্থিক প্রতারণার অভিযোগে জর্জরিত অভিনেত্রী, বিতর্কে সাফাই তারকা দম্পতির
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - টলিপাড়ায় একাধিক সুপারহিট চলচ্চিত্রে পরিচিত পূজা ব্যানার্জী। মুম্বইয়ের বাসিন্দা হলেও বাংলায় নাম কামিয়েছেন অভিনেত্রী। তার বিরুদ্ধেই আর্থিক প্রতারণা ও অপহরণের মামলা করেছেন প্রযোজক শ্যামসুন্দর দে ও তার স্ত্রী মালবিকা দে। এই প্রসঙ্গে এবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পূজা ব্যানার্জী ও তার স্বামী কুণাল বর্মা।
প্রথমে নাম না করে আর্থিক প্রতারণার অভিযোগ তোলেন দম্পতি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানান শ্যামসুন্দর। শুধু তাই নয় অপহরণের মত গুরুতর অভিযোগ করা হয় দম্পতির বিরুদ্ধে। স্ত্রী মালবিকা জানান, দম্পতি মিলে নাকি তার স্বামীকে অপহরণ করে নির্যাতন ও খুনের হুমকি দিয়েছেন। এরপরেই নেটদুনিয়ায় শুরু হয় ফিসফিস। তারকা দম্পতির দিকে আঙুল তুলতে শুরু করেন নেটিজেনরা।
এই প্রসঙ্গে মুখ খুললেন পূজা ও কুণাল। তাদের অভিযোগ কেউ কথা না শুনেই দোষারোপ করা শুরু করে দিয়েছে। এমনকি কুরুচিকর ফোন কলও পেয়েছেন তারা। তারকা দম্পতির মন্তব্য, " আপনাদেরই উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনারা আমাদের ফোন নম্বর ভাইরাল করেছেন। তারপরই এমন সব ফোন আসছে, যা বলতেও আমাদের রুচিতে বাধছে। কিছু অনুরাগী আমাদের ভালবাসেন। আবার কিছু মানুষ আমাদের কথা না শুনেই আমাদের ওপর ঘৃণাবর্ষণ করে চলেছেন। অনেক খারাপ কথা বলা হচ্ছে আমাদের।"
তারকা দম্পতি আরও বলেছেন, "শুধু তাই নয়, লোকজন প্রশ্ন তুলছেন, কীভাবে কাউকে অপহরণ করতে পারি আমরা? তাহলে বলি এটা হয়তো অন্য কারও জন্য সহজ হবে। কিন্তু আমাদের জন্য ভীষণই কঠিন। কারণ আমাদের এক সন্তান আছে। এবং আমরা ওকে ছোট থেকেই ভালো শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। ও বড় হয়ে কী শুনবে যে, ওর মা-বাবা অপহরণকারী? এটা ভীষণই অন্যায়।"
অভিনেত্রী বলেছেন, "মালবিকা দে-এর সঙ্গে আমদের কোনো শত্রুতা নেই। হয়তো কারও কথা শুনেই এসব করছেন তিনি। একটু ভেবে দেখবেন, আপনি জানেন আপনার স্বামী কেমন। তাই আমাদের উপর এসব অভিযোগ আনা ঠিক নয়। আমাকে পরীক্ষা করুন। দেখবেন সত্যিটাই দেখতে পাবেন। কারণ অনেক পরিশ্রমের পর এই জায়গাটা তৈরি করেছি। কারও কাছে ভিক্ষা করিনি। আমি আপনাদেরও সতর্ক থাকার পরামর্শ দেব। কারণ যাকে আমি তিন বছর ধরে চিনি, তিনি যদি আমার বাড়িতে ঢুকে আমাদের সঙ্গে এমনটা করতে পারেন, তবে আর কাউকে ভরসা করতে পারব না।"