পাকিস্তানের মুখোশ উন্মোচনে জাকার্তায় উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, ইন্দোনেশিয়া - বিশ্বমঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ তুলে ধরতে বিদেশ সফরে ভারতীয় সর্বদলীয় প্রতিনিধি দল। জাকার্তায় ভারতীয় দূতাবাসে বৈঠকে অংশ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিনিধি দলের সদস্যরা। আন্তর্জাতিক স্তরে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরাই এই সফরের মূল উদ্দেশ্য।
সূত্রের খবর, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সফর শেষ করে এবার ইন্দোনেশিয়ায় পৌঁছাল ভারতীয় প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারতীয় দূতাবাসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন প্রতিনিধিরা।
বৈঠকের মূল উদ্দেশ্য হল অপারেশন সিঁদুরের কার্যকারিতা এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ সম্পর্কে বার্তা দেওয়া। প্রতিনিধিরা জানান, ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে এবং পাকিস্তান সেই সন্ত্রাসের আঁতুড়ঘর। বৈঠকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদীদের রক্ষা করে এসেছে এবং তাদের আশ্রয় দিয়েছে।"
পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "মুম্বই হামলায় ধৃত আজমল কাসভ পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে ছিল। বারবার ভারতে বিস্ফোরণের পেছনে পাকিস্তানের যোগসূত্র প্রমাণিত হয়েছে।"
এই সফরের মাধ্যমে এটাই স্পষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে ভারত জিরো টলারেন্স নীতি। পাকিস্তানের জঙ্গি মদতের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত গঠন করতেই কূটনৈতিক বিষয়ে জোরদার করেছে ভারত।