কালিগঞ্জ শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, নদীয়া - উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছরের এক শিশুর। রাজনৈতিক সংঘর্ষের আবহে শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। সিবিআই তদন্তের দাবি পরিবারের।
সূত্রের খবর, গতকাল কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসক দল বিপুল ভোটে জয়লাভ করে। আর সেই জয় লাভের পর বিজয় মিছিল থেকে বাম কর্মী সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আর সেই বোমার বিস্ফোরণে মৃত্যু হয় ৯ বছর বয়সী শিশু তামান্না খাতুনের। আর এই নিষ্পাপ প্রাণহানিতে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনার তদন্তে নেমে গতকালই পুলিশ একজনকে গ্রেফতার করে। এরপর একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানানো হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে। এছাড়াও আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতার পরিবার ও বিরোধী পক্ষ।
ঘটনায় নাবালিকার মা জানিয়েছেন, "পুলিশ যদি আগে থেকে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটতো না। পুলিশকে কালকে থেকে সময় দেওয়া হয়েছে, যদি সঠিক মতন কাজ করতে না পারে সিবিআইয়ের তদন্ত চাই। কোন মন্ত্রী বলেছে জিতলে মানুষ মারতে হবে। আমরা বাম সমর্থক তাই ইচ্ছা করেই মেরেছে আমাদের।"
অপরদিকে, তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ বলেন, " খুবই জঘন্যতম একটা ঘটনা। আগেরদিনই আমি কালিগঞ্জ বাসিদের জানিয়েছিলাম গণনার ফলাফল যাই আসুক আপনারা কাউকে আহত করবেন না। ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত খুবই। পুলিশের সঙ্গে সরাসরি কথা বলেছি ঘটনায় যারা জড়িত দল, মত নির্বিশেষে তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।"